লক্ষ্য (রুপকল্প):
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ যুগোপযোগীকরণ, মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং জীবনযাত্রার মানোন্নয়ন।
উদ্দেশ্য (অভিলক্ষ্য):
মান সম্পন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নীতি ও কর্মসূচি প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন, আদর্শমান নির্ধারণ এবং পরিবীক্ষণ ও মূল্যায়ন।
কৌশলগত উদ্দেশ্যসমূহ:
১. মানসম্মত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে প্রবেশগম্যতার উন্নয়ন ঘটানো।
২. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সকল ক্ষেত্রে সাম্য ও সমতার নীতি প্রতিষ্ঠিত করা।
৩. দেশীয় ও আর্ন্তজাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ মানব সম্পদ তৈরী করা।
৪. মানসম্মত কারিগরি ও বৃত্তিমূলক, ব্যবসায়িক শিক্ষা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে সার্বিক গুনগত মানোন্নয়নসহ এর সম্প্রসারণ।
৫. শিক্ষা ব্যবস্থায় সুশাসন জোরদার করা।
৬. দেশের মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সংস্কৃতির সংরক্ষণ ও লালন।
৭. অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি, উপকরণ, সরঞ্জামাদি সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে আমাদের প্রশিক্ষকের সহায়তায় ক্রমানুযায়ী স্থাপন।
৮. দক্ষ মানব সম্পদ উন্নয়নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করা।
৯. অত্র এলাকার দক্ষ জনশক্তি যোগান দেয়ার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
১০. নিয়মিত পরিবর্তনশীল প্রযুক্তির ভিত্তিতে শিক্ষাক্রম আপডেট রাখা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS