প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হচ্ছে: বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ সম্প্রসারণের লক্ষ্যে ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত একটি কারিগরি বিষয় অন্তর্ভুক্তকরণ, এসএসসি (ভোকেশনাল) এবং সংক্ষিপ্ত প্রশিক্ষণ কোর্স চালুকরণের জন্য সুযোগ সৃষ্টি করা; দেশে- বিদেশে চাকুরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রুপান্তর করা; জীবিকা নির্বাহের জন্য দরিদ্র জনগোষ্ঠীর আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা; এবং প্রস্তাবিত টেকনিক্যাল স্কুল পর্যায়ে ৪টি ট্রেড কোর্স এবং ৪টি প্যারা ট্রেডের উপর সংক্ষিপ্ত প্রশিক্ষণ এবং ৬ষ্ঠ শ্রেণি হতে ৮ম শেণি পর্যন্ত একটি কারিগরি বিষয় অন্তর্ভুক্ত করে কোর্স প্রবর্তন করা। শিক্ষা মন্ত্রণালয়ের আধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট প্রকল্পটি ৮ টি বিভাগের ৬৪ জেলার ১০০টি উপজেলায় বাস্তবায়ন করছে। ১০০টি টিএসসিতে এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) কোর্সে ৬ষ্ঠ শ্রেণী হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সর্বমোট ১০৮,০০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস